808 total views
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার জানিয়েছেন ১২ ডিসেম্বর থেকে বাংলাদেশে পঞ্চম প্রজন্মের ডেটা পরিষেবা যুগে প্রবেশ করতে চলছে। প্রথম ঢাকা শহরের গুরুত্বপূর্ণ কিছু সরকারি কার্যালয় ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে সীমিত পরিসরে 5G সেবা চালু হবে। মোবাইল ফোন ব্যবহারকারীদের দ্রুততম নেটওয়ার্ক পরিষেবা নিশ্চিত করার লক্ষ্যে 5G চালু করা হচ্ছে।।
: 2G এর খবর নেই অথচ ১২ ডিসেম্বর থেকে দেশে চালু হচ্ছে 5G || এই যেন পঁচা বাঁশের উপর নতুন টিনের চাল ||
তথাকথিত বিভিন্ন মাধ্যমে জানা যায় যে আসছে আগামি ১২ই ডিসেম্বর ২০২১ ইং দেশে চালু হচ্ছে ৫ম জেনারেশন এর ইন্টারনেট অর্থাৎ 5G চালু হচ্ছে।।
যদিও দেশে অনান্য গতির ইন্টারনেটের কোন খবর নেই?
এই দেশে বাগানে গেলে 2G চাদরে উপর 3G রুমে গেলে No service আর বাঁশ বাগানে গেলে E।।
বর্তমান ইন্টারনেটের অবস্থায় বেহাল তার কোন উন্নয়ন বা উন্নতির খোঁজ নেই আবার চালু করছে হাইব জি।।
ঘরের বাঁশের কিলা উলি খেয়েছে তা ঠিক না করেই ঐ ঘরের উপর নতুন টিনের চাল।।
এই হলো আমাদের দেশের অবস্থা।।।।
এই দেশ হলো ডিজিটাল বাংলাদেশ হা কথাটা একবারেই মিথ্যা নয়।। কাজে না থাকলেও নামে ও সবার মুখে মুখে এটি একটি ডিজিটাল বাংলাদেশ।।
বাস্তবে ডিজিটাল বাংলাদেশের কোন প্রমানই নেই এখানে।। দেশের মানুষ ডিজিটাল কিছু সুযোগ সুবিধা পেলেও সম্পূর্ণ সুবিধা পায় না। এর অন্যতম কারন হলো ইন্টারনেট গতি এবং ইন্টারনেট এর মূল্য।।
অতিরিক্ত মূল্য ও ইন্টারনেট এর কম সময়ের কারনে দেশের মানুষজন খুব ভালো করে ভাবে ভোগান্তি পোহাতে হচ্ছে বেশির ভাগ সময়।।