581 total views
বেশ কিছু মাস ধরেই দেশের ই-কমার্স প্রতিষ্ঠান গুলোর অর্থ ফ্রিজ করে রেখেছে বাংলাদেশ সরকার।
ইতোমধ্যে জানা গেছে যে অনেকগুলো ই-কমার্স প্রতিষ্ঠানের অর্থ ফেরত দিয়ে দেওয়া হবে শীঘ্রই তবে যাদের বিরুদ্ধে সদস্যদের মামলা আছে তাদেরকে নয়।।
তথাকথিত বিভিন্ন মাধ্যমে জানাযায় যো রিং আইডি শীঘ্রই তাদের কার্যক্রম পূর্বের ন্যায় চালু করার সিন্ধান্ত নিয়েছে।।
অর্থ দিয়ে আইডি খুলেছে কিন্তু এখনো মূল টাকাও তুলতে পারিনি এমন গ্রাহকদের ক্যাশআউটের ক্ষেত্রে প্রথমে অগ্রঅধিকার দেওয়া হবে বলে জানা যায়।
তবে এর শেষ পরিণতি সম্পর্কে এখনো কেউ কিছুই জানে না।
কবে নাগাদ খুলতে পারে রিং আইডির ক্যাশ আউট সিস্টেম এবং কবে নাগাদ গ্রাহক রা পূর্বের ন্যায় তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে এমন কোন কিছুই চূড়ান্ত তারিখ দিয়ে বলা হয়নি।।
তবে বেশ কিছু অনলাইন মাধ্যম ও এজেন্টদের তথ্য অনুযায়ী শীঘ্রই সকল কার্যক্রম পূর্বের ন্যায় শুরু করবে রিং আইডি কতৃপক্ষ।।
এটি ডিসেম্বর এর শেষ অথবা জানুয়ারি এর শুরুতেও হতে পারে বলে জানা যায়।।
কিছু এজেন্ট এর তথ্য অনুসারে যে কোম্পানি আবার ও সদস্য বিক্রি শুরু করতে পারে বলে ধারণা করা যায়।।
লক্ষ গ্রাহক তাদের সম্বল দিয়ে রিং আইডিতে ইনভেস্ট করেছে।।
সকলের চাওয়া রিং আইডি দ্রুত তাদের কার্যক্রম আগের মতো করে দিক।।