928 total views
মানব জীবন খুবই সুন্দর ও শৃঙ্খল।। আর এই জীবনের প্রকৃত অর্থ বুঝতে আমাদের কে যে ৩ টি জায়গায় যেতে হবে তা হলোঃ
১। হাসপাতাল।
২। কারাগার ও
৩। কবর।
হাসপাতালঃ
স্বাভাবিক অবস্থায় আমরা যখন সুস্থ থাকি তখন আসলে অনেক সময় জীবনের মূল্য বুঝতে পারি না। কিন্তু আমরা যখন কিছু সময়ের জন্য অসুস্থ হয়ে পড়ি অথবা কোন কারনে বা বেশ জটিল কোন রোগের জন্য দীর্ঘ সময় হাসপাতালে থাকি তখন আমরা আসলেই জীবনের কিছু অর্থ বুঝার চেষ্টা করি। আমরা বুঝি যে সুস্থতা ছাড়া আর কিছুই সুন্দর নয়। এবং ঠিক তখন যখন আমরা হাসপাতালে শুয়ে থাকি ঠিক তখন আমাদের কাছে মনে হয় জীবনটা একটা মৃত সাগর।।
কারাগারঃ
মানুষ জন্মগত ভাবেই স্বাধীন যদি তার চলাচলে অন্য কারো হস্তক্ষেপ বা ক্ষতি না হয়।। আমরা যখন জন্মগ্রহণ করি পৃথিবীতে তখন স্বাধীনতার মূল্য ঠিক কতটুকু তা আসলেই আমরা বুঝি না।। একটা মানুষ সারাদিন চলাফেরা করবে খাবে ঘুমাবে যা ইচ্ছে করবে কেউ তাকে বাধা দিবে না। এই সময় সে ঠিক তার জীবনের মূল্য যেমন বুঝবে না ঠিক তদ্রুপ স্বাধীনতার মূল্য ও সে বুঝবে না।।
যখন সে বন্ধ ঘরে আবদ্ধ গন্ডিতে দীর্ঘ সময় কাটাবে তখন বুঝতে পারবে যে স্বাধীনতা আসলে কি? এবং সে বুঝবে যে পৃথিবীতে হয়তো এর থেকে মূল্যবান কিছুই নাই।।
কবরঃ
কবর বা কবরস্থান ইহকালের প্রথম ধাপ আর দুনিয়াবি জীবন শেষ করেই আমদের কে কবর বা বারযাখে যেতে হয়।। কবরের জীবন যার ভালো তার সব ভালো, কবরের জীবন যার খারাপ তার সব খারাপ।।
এই মহামূল্যবান ঘরে আপনি গেলে বুঝতে পারবেন যে জীবনের সব কিছুই শূন্য অর্থহীন কোন কিছুইর কোন মূল্য নেই। আমি যে মাটির উপর দিয়ে আজ হাঁটছি আগামিকাল সে মাটি আমার উপর চাদ হয়ে থাকবে।।
দুনিয়ার সব সম্পদ,অর্থ,টাকা-পয়সা সহ যাবতীয় সব কিছুই শূন্য।। কোন কিছু অর্জন না করে যদি শুধুই মাত্র কবরের খাবার কবরের আহার জোগাড় করতাম তাহলে সুখ কত প্রকার ও কি কি তা হয়তো বুঝতে পারতাম।।
আর এই ৩ টি জায়গার মাধ্যমেই আপনি বুঝতে পারবেন যে আসল জীবনের অর্থ বা মূল্য।।।